Latest News
শুক্রবার, ১৭ মে ২০২৪ ।। ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প

ঝালকাঠিতে আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনমূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ৯টায় শহরের চাঁদকাঠি আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন প্রধান অতিথি ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম। আশা ঝালকাঠি জেলার ডিএম শেখ ফিরোজ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. হাফিজ আল মাহ্মুদ, আশা চিফ হেলথ অফিসার ডা. মো. শরিফুল আলম, এসময় সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে ফিজিওথেরাপি, ওষুধ ও বিভিন্ন পরীক্ষা পেয়ে সবাই খুশি। ক্যাম্পে আগত অতিথিরা বলেন, এ ধরণের কর্মকান্ডে গতির সঞ্চয় করবে, সমদ্ধি আনবে অর্থনৈতিক জীবনে এবং সর্বোপরি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাবে। বেসরকারি প্রতিষ্ঠান আশা’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরীর স্মরণে বিনমূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা ও ওষুধ বিতরণ ক্যাম্প কর্মসূচি আয়োজন করে। সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ৫০০ রোগীকে ফিজিওথেরাপি দেওয়া হয়। সদর উপজেলা বিভিন্ন স্থানের অসহায় ও দরিদ্রদের মাঝে ফিজিওথেরাপি চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। ঝালকাঠি সিভিল সার্জন বলেন, এনজিও শুধু ব্যবসায়িক কর্মকান্ড নয়, পাশাপাশি সামাজিক উন্নয়নে এগিয়ে আসছে আশা। সমাজে এই ধরণের যত প্রতিষ্ঠান আছে তারা সবাই যদি মানুষের সেবায় এভাবে এগিয়ে আসে তাহলে স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছানো সম্ভব। সরকারের একার পক্ষে এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়ে। তাই সব স্বাস্থ্যসেবায় জড়িত এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহŸান জানান তিনি। পাশাপাশি ঝালকাঠি আশা সমম্বিত স্বাস্থ্য কেন্দ্র অসহায় দরিদ্র মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ক্যাম্প করায় বিশেষভাবে ধন্যবাদ জানান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …