Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / আন্তর্জাতিক / আফগানিস্তানে মসজিদে বিমান হামলা: ৭০ জনের প্রাণহানি

আফগানিস্তানে মসজিদে বিমান হামলা: ৭০ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট : আফগানিস্তানের একটি মসজিদে সামরিক বাহিনীর বিমান হামলায় ৭০ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির উত্তরাঞ্চলের কুন্দুজ প্রদেশে সন্দেহভাজন তালেবান জমায়েতে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আরো বহু লোক আহত হন।

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রাদমানিশ জানান, দাস্তি আর্জি জেলায় ওই বিমান হামলায় ৩০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। যার মধ্যে ৯ জনই ছিলেন কমান্ডার পর্যায়ের।

এদিকে, স্থানীয় একটি সূত্র জানিয়েছে এ হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়। তবে, স্থানীয় হাসপাতালে হামলায় আহত ব্যাপকসংখ্যক শিশুকে চিকিৎসা নিতে দেখা গেছে। সেখানে বেসামরিক লোকজনও ছিল।

তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, স্নাতক সমাপনী অনুষ্ঠানে ওই হামলায় কয়েক ডজন বেসামরিক লোক হতাহত হন। একটি মসজিদে বিমান হামলা চালানো হয়েছে। এতে শতাধিক আলেম ও শিক্ষার্থী নিহত হয়েছেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোষ্ট