Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নার্সকে কুপিয়ে আহতের ঘটনায় যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব

ঝালকাঠিতে নার্সকে কুপিয়ে আহতের ঘটনায় যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর হাসপাতালের এক সিনিয়র নার্সকে কুপিয়ে আহত করার অভিযোগে আরিফ সিকদার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার রাতে প্রযুক্তি ব্যবহার করে নলছিটি বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরিশাল র‌্যাব-৮ এর কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া আরিফ সিকদার সদর উপজেলার কিস্তাকাঠি আবাসন এলাকার ইসরাফিল সিকদারের ছেলে।
র‌্যাব জানায়, ঝালকঠি সদর হাসপাতালে সিনিয়র নার্স সাজমিন জাহান হাসপাতালের সরকারী কোয়াটার্সে স্বপরিবারে বসবাস করেন। গত ২৩ আগস্ট সকালে বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে বের হলে আরিফ সিকদার তাঁর পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তিনি বাঁচাও বলে চিৎকার করলে হাসপাতালের বাউন্ডারি লাফিয়ে চলে যায় আরিফ। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই নার্স নিজেই একটি সদর থানায় অভিযোগ দায়ের করেন। বরিশাল র‌্যাব-৮ মামলাটির ছায়া তদন্ত শুরু করে। র‌্যাব সিপিএসসি-১ আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রাতেই তাকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …