Latest News
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ।। ১৫ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির পোনাবালিয়া ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা : ১৫ মে ভোট গ্রহণ

ঝালকাঠির পোনাবালিয়া ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা : ১৫ মে ভোট গ্রহণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঝালকাঠি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শারমীন আফরোজ নির্বাচনের সময়সূচি নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করেন। ফলে আগামী ১৫ মে পোনাবালিয়া ইউপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ এপ্রিল নির্ধারণ করেছেন নির্বাচনের রিটানির্ং কর্মকর্তা।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, গত ২ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয় থেকে ঝালকাঠি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমীন আফরোজকে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে তাকে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা অনুযায়ী ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্য এবং শেখেরহাট ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্ব দেওয়া হয়। নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১১ অনুযায়ী শারমীন আফরোজ সর্বসাধারণের অবগতির জন্য নির্বাচনের সময়সূচি নির্ধারণ করে বুধবার গণবিজ্ঞপ্তি জারি করেন।