Latest News
রবিবার, ১৯ মে ২০২৪ ।। ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মশালা

ঝালকাঠিতে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মশালা

স্টাফ রিপোর্টার :
পরিবার পরিকল্পনা, মা ও স্বাস্থ্য কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষে ঝালকাঠিতে সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে সদর হাসপাতাল মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফ্যামিলি প্লানিং-ফিল্ড সার্ভিসেস পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন যুগ্মসচিব পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক (বরিশাল বিভাগ) মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যুগ্মসচিব পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (অর্থ) ও লাইন ডাইরেক্টর (এফপি-এফএসডি) ডা. মো. সারোয়ার বারী, ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। ঝালকাঠি পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, ইসরাত জাহান সোনালী, রাজাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আফরোজা লাইজু, কাঁঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানস কান্তি কুন্ডু, কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস তালুকদার, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. গোলাম ফরহাদ, দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান ও ক্লিনিক মালিক শাহ আলম মোল্লা। কর্মশালায় সরকারি কর্মকর্তা, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ ৫০ জন অংশ নেন।