Latest News
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন

ঝালকাঠিতে মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন বিষয়ক ৬ দিনের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষার আঞ্চলিক পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহম্মদ ছিদ্দিকুর রহমান খান। অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা পাপিয়া সুলতানা, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু এবং প্রশিক্ষক ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার ৪টি উপজেলা থেকে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৯৬ জন শিক্ষক প্রশিক্ষণে অংশ নেন। জেলা শিক্ষা অফিসের আয়োজনে সেসিপ এর আওতায় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।