স্টাফ রিপোর্টার :
‘কৈশরকালীণ স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিতকরণে সেবাদানকারীদের জবাবদিহিতা তৈরি’ স্লোগানে ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। রবিবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করে চিলড্রেন অ্যান্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) ও তারুণ্যের কণ্ঠস্বর-প্লাটফর্ম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম। সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল আলম সুরুজ, সদর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ইউপি চেয়ারম্যান এ কে এম আব্দুল হক, প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। সভায় স্থানীয় পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনসমর্থন তৈরি এবং অধিকার ভিত্তিক নিরবিচ্ছিন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবার চাহিদা তৈরির বিষয়ে আলোকপাত করেন বক্তারা।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …