Latest News
বুধবার, ২৬ জুন ২০২৪ ।। ১২ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ঝালকাঠিতে প্রশাসনের সহায়তায় একুশ বছর পর বিদ্যুৎ পেল ৩৬ পরিবার

ঝালকাঠিতে প্রশাসনের সহায়তায় একুশ বছর পর বিদ্যুৎ পেল ৩৬ পরিবার

স্টাফ রিপোর্টার :
ভ্র্যাম্যমান আদালতের অভিযানে ঝালকাঠি সদর উপজেলার যোগেশ্বর গ্রামের ২৪টি ও ধারাখানা গ্রামের ১২টি পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে। ১৯৯৭ সাল থেকে পল্লী বিদ্যুৎ এই এলাকায় লাইন টানার কাজ শুরু করে কিন্তু এই গ্রামের আমজেদ খানের ছেলে গোলাম রসুল ও তার বোন মাহামুদা বেগম তাদের জায়গায় বসানো খুটি থেকে ২৪টি পরিবারকে বিদ্যুৎ সংযোগদিতে বাধা প্রদান করে আসছিল। ইতিপূর্বে পল্লী বিদ্যুৎ সমিতি সেখানে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে গোলাম রসুল মাহমুদার বাধা ও হুমকিতে বিদ্যুৎ সংযোগ দিতে পারে নি। একইভাবে ধারাখানা গ্রামের মৃত হামেজ উদ্দিন হামজার পুত্র আব্দুস সোবাহান, মন্নান, বিদ্যুৎ সংযোগ দিতে বাধা প্রদান করে আসছিল। বিষয়টি ঝালকাঠি জেলা প্রশাসক মো: হামিদুল হক জানতে পেরে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপঙ্কর দাসকে ভ্রাম্যমান আদালত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বাধা প্রদানকারীরা নিরব থাকে এবং পল্লী বিদূতের লোকজন সংযোগ দিয়ে চলে আসে।