Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের কাছে অবহেলিত নয় : আমু

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের কাছে অবহেলিত নয় : আমু

স্টাফ রিপোর্টার :
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এখন আর সমাজের কাছে অবহেলিত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ভাতাসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। প্রতিবন্ধীরা মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে সমাজে সাধারণ মানুষের মত বাঁচতে পারবে। তাদের সঠিক পরিচর্যা করলে, তারাও ঘুরে দাঁড়াতে শিখবে। পড়ালেখা শিখে মানুষের মত মানুষ হবে। রবিবার সকালে ঝালকাঠি শহরের ফকিরবাড়ি এলাকায় ফিরোজা আমু প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের অর্থায়নে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ভবন নির্মাণের কাজ করবে।
আওয়ামী লীগের প্রবীণ নেতা বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্য সরকার নানা প্রকল্প চালু করেছে। এরই ধারাবাহিকতায় সরকারি সহায়তায় ফিরোজা আমু প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করে দেওয়া হচ্ছে। আমার প্রত্যাশা এই বিদ্যালয়ের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীরা পড়ালেখা শিখতে পারবে।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম ও ফিরোজা আমু প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসীম।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ …