Latest News
শুক্রবার, ৯ জুন ২০২৩ ।। ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / সুগন্ধা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে সাতজনকে জরিমানা

সুগন্ধা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে সাতজনকে জরিমানা

মো. শাহীন আলম :
ঝালকাঠির সুগন্ধা নদী থেকে বালু উত্তোলনের দায়ে সাতটি ড্রেজারের শ্রমিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এসময় তিনি ড্রেজারের সাতজন শ্রমিককে আটকের নির্দেশ দেন। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। ড্রেজারের মালিকরা এসে জরিমানার টাকা পরিশোধ করার পরে আটক শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়।