Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে সাপের দংশনে একজনের মৃত্যু

নলছিটিতে সাপের দংশনে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে মাছের ঘেরের রাস্তায় হাঁটার সময় সাপের দংশনে মো. নূর আলম হাওলাদার (৫৫) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে পৌরসভার নাঙ্গুলী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। নূর আলম নাঙ্গুলী এলাকার মৃত মেনাজ উদ্দিন হাওলাদারে ছেলে। এছাড়া স্থানীয় আখড়পাড়া বাজারে তাঁর মুদি মনোহারির দোকান রয়েছে।
নিহত নূর আলম হোসেনের মামা সাইদুল ইসলাম জানান, রাতে দোকান বন্ধ করে একটি মাছের ঘেরের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন নূর আলম। এ সময় বিষাক্ত সাপ তাকে দংশন করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন ওঝা এনে শরীর থেকে বিষ নামানোর চেষ্টা করে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …