Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়ায় পরিবার সম্মেলন অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় পরিবার সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
দুই সন্তানেই হবে বেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির কাঁঠালিয়ায় মা ও শিশু স্বাস্থ্য বান্ধব আর্দশ পরিবার গঠনের লক্ষে পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় শৌলজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নিরাপদ মাতৃত্ব, প্রসবোত্তর পরিবার পরিকল্পপনা এবং আদর্শ পরিবার গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন, ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এডিটর আইইএম ইউনিট মো. নেছার উদ্দিন, পরিবার পরিকল্পনা বরিশাল বিভাগের পরিচালক মো. নিয়াজুর রহমান, কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম, ডিস্ট্রিক কনসালটেন্ট ডা. সৌরেন্দ্র নাথ সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দোলোয়ার হোসেন ও ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন। উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ সম্মেলনের আয়োজন করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …