Latest News
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ।। ১০ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / রাজনীতি / ঝালকাঠিতে আইনজীবীর জমির সীমানা প্রাচীর ভাঙচুর

ঝালকাঠিতে আইনজীবীর জমির সীমানা প্রাচীর ভাঙচুর

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি শহরের শেখ মুজিব সড়কে চাঁদা না পেয়ে আইনজীবীর জমির সীমানা প্রাচীর ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতের আধারে ভাঙচুরের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সদস্য মিজানুর রহমান মুবিন। অ্যাডভোকেট মুবিন জানান, পশ্চিম চাঁদকাঠি শেখ মুজিব সড়কে মো. মামুন মিয়ার কাছ থেকে তিনি ১.৮৮ শতাংশ সম্পত্তি কিনে সীমানা প্রচাীর নির্মাণ করেন। এর পর থেকেই স্থানীয় রাজা মিয়া এবং তার স্ত্রী বিলকিস বেগম জমি দখলে নিতে হলে দুইলাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি রাজার স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে রাজা, বিলকিস এবং তাদের সন্ত্রাসী বাহিনী চাঁদা আদায়ের জন্য মরিয়া হয়ে উঠে। এমনকি গত ৭ মার্চ সীমানা প্রাচীর নির্মাণের সময় রাজা বাহিনী চাঁদা আদায়ের জন্য এসে মারমুখী আচরণ করে। তিনি মানসম্মান অক্ষুন্ন রাখাতে রাজা বাহিনীকে ২৯ হাজার টাকা প্রদান করেন। কিন্তু রাজা বাহিনী পুরো টাকা না দিলে দেয়াল ভেঙে ফেলার হুমকি দেয়। শনিবার রাতে রাজা ও বিলকিস ভাড়াটে লোক নিয়ে ২৮ ফুট এবং ২৩ ফুট লম্বা ৫ ফুট উচু দুইটি দেয়াল ভেঙে গুড়িয়ে দেয়। এসময় অ্যাডভোকেট মুবিনের শশুরের পরিবার তাতে বাধা দিলে সকলকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে তাদের বাসার মূল ফটকে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে মিজানুর রহমান মুবিন থানা পুলিশকে অবহিত করলে সদর থানার এস আই সরোয়ার হোসেন পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মুবিন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা বিএনপির …