Latest News
রবিবার, ১৬ জুন ২০২৪ ।। ২রা আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / রাজনীতি / ঝালকাঠিতে বিএনপির লিফলেট বিতরণ

ঝালকাঠিতে বিএনপির লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। আজ রবিবার সকাল ১১টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা শহরের পুর্ব চাঁদকাঠি এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করেন। পায়ে হেঁটে সড়কে যাতায়াতকারী মানুষের হাতে তুলে দেওয়া হয় লিফলেট। লিফলেট বিতরণকালে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন বিএনপি নেতারা। পরে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল নেতৃবৃন্দ শহরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে লিফলেট তুলে দেন সাধারণ মানুষের হাতে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক বাচ্চু হাসান খান ও ছাত্রদল নেতা জাহিদ হোসেন।