Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / রাজনীতি / রাজাপুরে আওয়ামী লীগের শোক সভা ও দোয়া

রাজাপুরে আওয়ামী লীগের শোক সভা ও দোয়া

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বুধবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান প্রধান অতিথি ছিলেন। সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম খায়রুল আলম সরফরাজ, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মজিবর মৃধা, মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার, রফিকুল ইসলাম খসরু, আসলাম হোসেন মৃধা, ফখরুল ইসলাম খান, নাজনীন সুলতানা পাখি, মাসুম মৃধা, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল হাসান বাপ্পি মৃধা, রবিউল ইসলাম, মইনুল ইসলাম, শহীদুল ইসলাম ও প্রাণ ভল্লব সাহা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম তৌহিদ।